ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

ইপিএলে মুখোমুখি হচ্ছে আর্সেনাল-চেলসি

বড়দিনের ছুটি শেষে মাঠে গড়াচ্ছে ইংলিশ ফুটবল। রাত সাড়ে ১১টায় মুখোমুখি হবে আর্সেনাল আর চেলসি। পরের ম্যাচে রাত ২টায় নিউক্যাসলকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। আজ রাতে আর্সেনালের মাঠে খেলতে যাবে ব্লুরা। তালিকায় গানারদের অবস্থা ল্যাম্পার্ডের দলের চেয়ে খারাপ। আর্তেতার দল কান্তে-ভেরনারদের চেয়ে পিছিয়ে আছে ১০ ধাপ।


আর্সেনালের বিপক্ষে বরাবরই ফেভারিট চেলসি। শেষ ১৭ ম্যাচে দলটির বিপক্ষে মাত্র ২টা হার ব্লুদের। সেই সাথে টিমো ভেরনার, জিরু, সিলভারা ফর্মে থাকায় অনেকটা নির্ভার চেলসি।


চলতি মৌসুমে ১৩ ম্যাচে অর্ধেকই জয়হীন পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। রাতে নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে সিটিজেনরা। তবে দলটির বিপক্ষে শেষ ১১ হোম ম্যাচেই জয় তুলে নিয়েছে ম্যানচেস্টারের দলটি। এই ১১ ম্যাচে ম্যানসিটি নিউক্যাসলের জালে ৩৯ গোল দিয়ে হজম করেছে মোটে ৭টি।   

ads

Our Facebook Page